প্রকাশিত: Sun, Dec 10, 2023 12:17 PM
আপডেট: Wed, Jul 2, 2025 9:32 AM

[১]যারা নির্বাচনের বিরুদ্ধে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন দাবি করে আরও বলেন, বিএনপি নির্বাচনকেন্দ্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আগুন দিচ্ছে। 

[৩] মানবাধিকার দিবস ঘিরে কর্মসূচির নামে নাশকতা করার চেষ্টা করছে বিএনপি। 

[৪] শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 

[৫] বাংলাদেশে নিষেধাজ্ঞা আসতে পারে কি না-উত্তরে বলেন,যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি । তিনি বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়ণের কথা বলেন না।  

[৬] দেশি বিদেশি চাপ থাকলেও উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ এমন মন্তব্য করে তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক সুষ্ঠুভাবে নির্বাচনে অটল থাকবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের নির্বাচনের পক্ষের শক্তিদের ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান। 

[৭] এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা : সমর চক্রবর্তী